|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ৩
মোহনবেশ ধরি হে নন্দ রাজন
শরম নাহি লাগি তোয়।।
কইসন বচিব জনম দুখী অব
কহো কোন সা উপায়।।
জতনে জতন করি ধন বটাইলু
মিলি সব পরিজন খায়।।
শেষতক জীবন বিগত জুবন
কয়ি নাহি পুছত হায়।।
জীবন যৌবন নাহি সং রয়ি
করম হি সং চলি যায়।।
খন যব আহিলে হে মোরি কানহা
পার হবি কোনও সা উপায়।।
প্রেমক ভারে যুঝিনু রাধা
সখীসারা কু বোল বোলিস যায়।।
নন্দলালা ভৃতা বনি কাহে বঠসি
রাধা দুখ দেখতি নাহি পায়।।
জারা কহে তুঁসে হে মথুরনরেশ
দের নাহি ফেরসি অভি কুঞ্জবন এ।।
মিলন পিয়াসি কোয়েলি বসন্ত সমীরণে
রাধা সন রচয়ি প্রেমক গানএ ।।
ছবিঋণ--- Shilpi Sarkar Roy
No comments:
Post a Comment