Friday, 24 July 2020

|| রোমিও~ সুশীল হাটুই ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ সুশীল হাটুই 
নাবিকের রাত্রিলিপি___
চুম্বন ফেরানোর অপরাধে ফর্সা দুপুরে
মেঘ নেমে এল, অথচ টেবিলে শীতকাতর
কেকটি বৌদ্ধই আছে, একটা ছুরি-ও ব্রহ্মের
ঠিকানা দিতে পারে, ওরা বলেছিল, ফড়িং
পোষা অপরাধ, বিশ্বাস করিনি, গ্রামোফোনে
বর্ষা শোনার পরই দেখেছি, মাকড়সার মা
হওয়ার স্বরলিপি, আজ ঝি আসেনি বলে
বিছানা থেকে বেরিয়ে পড়েছে কাপ ভাঙার
শব্দ, বিকেল নামার আগেই জিজ্ঞাসাচিহ্নগুলি
দৌড়চ্ছে, নাবিকের রাত্রিলিপিতে কতটা
যাদুবাস্তবতা থাকে,

1 comment: