Wednesday, 29 July 2020

|জারা সোমা| ২৯শে জুলাই|

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ১০
কানহা যাবক চলি ছোড়ি গোকুল
বিরহী রাধাকে নয়ন ব্যকুল।।

চাঁদ সা বদন ভরি ভরি নয়ন
বিখরি রয়সি শৃঙ্গার কুমকুম।।

চন্দন তিলক করি না মাঙ্গ সজাই
   বন্ধ কপাট পিছে রাধা রোয়ত।।

 কত শাম কাটি গেলি দিবস মহিনা
 আওবত শাওন পর তুঁহু দেখত কহিনা।।

বিরস বদনে রাধা চাহি পহুপানে
ছাতি ফট যায়ে বিলাপ গানে।।

বাসুকী নন্দন হম ঘোর অভাগন
কয়সন না শুনি হামার রোদন।।

আকেলি রাধারানী কয়সন জিয়ে
আও শ্যাম হমক দরশন দিয়ে ।।

সুদিন হেরি পনছি উতলা 
কদম ফুটত ভরকে আঙনা।।

জগভর সব প্রেমক গান গাওত
রাধা আকেলি পর শ্যামক না আওত।।

জারা ভণে শুনো আভি বাঁকেবিহারী
ছোড় কাম কাজ পহু দেখি রাধা তুঁহারি।।

বৃন্দাবন মে তুঁহু রাস রচাই
কয়সন ভুল গয়ে প্রেমক বাণী।।

শাওন মহিনা বরষণ তেজ
আকেলি রাধা বঠসি সজায়ে সেজ।।

চান্দ তারো সে মাঙ্গ সজাবক
বিধিবৎ সঙ্গ রাই সঙ্গম রচাবক।।

মোহন রূপ দেখত হরি হরি বোলি
 মিলি সখীগন সব রাস খেলি।।

দিলীপ নন্দিনী ঝুট না বোলব
জগ সারা যুগল রূপ হেরব।।

(হরিবোল হরিবোল, রাধেকৃষ্ণ রাধেকৃষ্ণ)


                                                                       #ছবিঋণ Abhishek Nandi

No comments:

Post a Comment