Friday 24 July 2020

|| রোমিও~ মনজুর রহমান ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ মনজুর রহমান (বাংলাদেশ)
পাথরে প্রেম____ 

শুধু আবছায়া অবয়বে ঘোলাটে- জ্যোৎস্নাশরীর
মিশে ছিলো-বেদনার টলটলে খামে; 
তারাখসা রাত জানে-
পাতা খসে টোল খায় পুকুরের জল;
বাঁশপাতার ফিসফিস ধ্বনিতে-
কেঁপে ওঠা প্রহরে
পাখিরা ডানার জল ঝাপটায়
পাথর গড়িয়ে যায়-
সময়;তারও অধিক ভার।
ভালোবেসে কেউ কেউ ডুবে মরে
টোল পড়া জলে
আমি টোল পড়া গালে-ভালোবাসার পাথর চুইয়ে পড়া দেখে 
জলভারে হিম পাথরকে প্রেম ভেবে-
ভালোবেসে 
পাথরকেই ছুঁয়ে গেছি বারবার!

2 comments:

  1. বাহ! টোলপড়া গালের ভালোবাসা

    ReplyDelete
  2. ভালবেসে কেউ কেউ ডুবে মরে টোল পড়া জলে....

    ReplyDelete