Friday 24 July 2020

|| রোমিও~ গৌতম কুমার গুপ্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ গৌতম কুমার গুপ্ত 
রোমিও রক______
কিশোরী সোমত্থ হলো যেদিন পনেরোটি শ্রাবণে
ফ্রক ইজের ছেড়ে গোলাপী ত্বকের মৃগনাভি
বিপাশার সু-স্তনে এ ফোঁড় ও ফোঁড় হেমসেলাই
চুপি চুপি জলপাই গাছের নিচে একদিন
যৌবনের জল ভেঙেছিল ঠোঁট থেকে
তৃষ্ণায় সেই জলে আঁজলা ডুবে ছিল
কি টইটম্বুর নাভি আর রাঙা ঠোঁটের মধু,আহা

তবু কি তৃষ্ণা মেটে ওই সামান্য দহনে
শরীরের ছাই ঘেঁটে বীর্যপ্রবণ রকের রোমিও
নিচু জমি ও উপত্যকা জুড়ে কত যে ভুগোল
পাঠ্য জুড়ে রসকেলি সাঁতারের ছল
কখনো মেঘভার কখনো মেঘশূন্য ফলাফল
জামা খুলে উড়ন্ত হামি ছোঁড়ে ষোড়শীর গালে
জঙ্ঘাভারে আহত সে এক ইতি রক রোমিও

No comments:

Post a Comment