|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ নিখিলেশ চক্রবর্তী
তোমায় আমায় বালুকাবেলায়-------
রোমিও~ নিখিলেশ চক্রবর্তী
তোমায় আমায় বালুকাবেলায়-------
তোমায় আমায় বালুকাবেলায়
নীল আকাশের নীচে ,
ঘর বাঁধা এক তরণী ভাসাই
চোখের আভাস লিখে ;
বালুকাবেলায় গোধূলি ভাসায়
বাসর শয্যা রচি ,
আগামীর ভাষা বুনিয়া কাঁথায়
এসো দু' জনায় বসি ;
ছোট দু'টি হাত বালুকাবেলায়
আদর বুলায় গালে ,
নীল আকাশের মেঘের ভেলায়
ভালোবাসা বয় পালে ;
সোনালি বালুকা চিকচিকে হেথা
বারবার ভাঙ্গি গড়ি ,
বসে দু ' জনায় চুপিচুপি কথা
এ ধরায় বুক ভরি ।
No comments:
Post a Comment