|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ২
অঘন সঘন বরখন অতি
বিজুরি চমকন ঘোর নিশুতি।।
ঝরঝর বারি দুঁহু নয়নে
আকুল রাধা বিরহ বসতি।।
কইসান সহিব প্রেমক জালা
দরশন দেহ মোর বিহারী।।
অতি ঘোর সংকট মাটিকে মূরত
কাহে তুঁহু কর ছল অ্যায়সি।।
মীরাকে সন প্রিত রচাইবে
কইসন সহিব এ দাসী।।
তৃষিত প্রাণ মম চাতক চাহে
অব তু আওরে শাম।।
আকুল জীবন তুঁহ দরশনে
আওরে অব কুঞ্জধাম।।
ছল কপট তুঁহু খুবই জানথ
হিদয় করসে উতলা।।
এ বিলাপ রাধার খালি নহি যয়ি
রোয়সি ও অব তো আওরে কালা।।
কইসন মুরতি মন নাহি তুঁহ
প্রীত ন লাগে যই।।
জারা কহে কানহা হবে নাহি ভালা
যদি না বাজাওবে বংশী।।
নিখিল জগতে হরি ভোরভর
সখি সন গাব হি প্রেমক গান।।
তুঁহার লাগি বিরহে বারিষ বরসি
আও অব আওরে শ্যাম।।
No comments:
Post a Comment