Friday 24 July 2020

|| রোমিও~ সৌরভ ঘোষ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ সৌরভ ঘোষ 
আমার পৃথিবী_____

তোমার স্পর্শে মোহিনী আবহাওয়া,নিঃশ্বাসে আপেল গন্ধ,
তোমার দীঘল চুল যেন জলদস্যু জাহাজের মাস্তুল,
পৃষ্ঠদেশ শান্ত সমভূমি

আঠারো থেকে ভ্রমণ করি,
অগুনতি সংগীত নিয়ে যায় কুয়াশার গ্রহে

একটু একটু করে জড়িয়ে ধরি স্থিতিস্থাপকতা , 
গিলে নিতে ইচ্ছে হয় সব নিমন্ত্রণ
তুলনাহীন দেশের সীমা অবাধে পেরিয়ে
যেখানে থামি,সেখানে-
বৈদিক গুহার সাথে শক্ত সাগরের বিয়ে হয়
অর্থময় শান্তি উপহার দেওয়ার ছলে 
গুহার হিজাব তুলে সাগর প্রবেশ করে 

এটুকুই পৃথিবী, চক্রাকার ফুলসজ্জা আর
রহস্যময় সরগম ...


No comments:

Post a Comment