|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ১
প্রেমক ঘর কো ঝুলাসি তালা
রাধা এহন কইসন বোবাকালা।।
কানহার বাঁশুরি ভুলায়ে মন
হারে হারে চিনিনু জীবন কেমন।।
ভালে ভালে মোহে ছলকে যায়ে
বাঁশরী না থে ও বিন বাজায়ে।।
খুব করি ফাসয়ি হামক দেখিনু কালা
কভু না হবে তুঁহ জীবন ভালা।।
প্রেয়সী জানো ময়ী ওহে ছলকারী
জীবন ভর কষিনু তুঁহক বলিহারী।।
নাহি পড়িব অভি প্রেমক জালে
তু রহ আপনি কুঞ্জতলে।।
শ্যামক নামে তুঁহু এক যাদুকর
তোহার লাগি জীবন টুটিলুঁ ঘর।।
এ বিলাপ মোহে বৃথা নাহি যাই
শাপ তোঁহে কভি প্রেমক ন পাহে।।
তেখন তুঁহুক বুঝিবি জ্বালা
কইসন জ্বলসি রাধা বুঝবি কালা।।
জারা কহে কানহা দের নহি করো
যাও অভি কুটিরএ হল সি ধরো।।
দু বোল মিঠা বলিস দরশনএ
রাধার সনে তুঁহু আলাপ খনএ।।
দুখী রমণী রাধা প্রেমক পিয়াসি
মুরলিধর যাও অভি বজাওবে বাশি।।
( ছবিঋণ____Shilpi Sarkar Roy )
No comments:
Post a Comment