|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
জারা সোমা
স্পর্ধার পদাবলি______ ৬
রাধা ভণে সখীগন যাও ওয়াপস ঘরে
জীয়নে মরসি প্রেমক ভারে।।
কানহা না জানে আদর বানী
পিরিত কহে কাহে ন ও জানি।।
অবলা সরলা পাইসন মোহে
বিধিবত তনডুল গহিনু ভকতি ভরে।।
না তুঁহু কয়সন রাখলি মান
বিহারী নাম ছল কপটই সমান।।
পিরিত আগসে ঝলসি হিদয়
জাত কুশ শীল সব অভিমান।।
খাইবন শুইবন চিতে কানহানাম ধরি
গোকুল ডাকএ মোহে রাই কিশোরী।।
খুবসে মোহে পিরিতি করসি
মতি দোষে সবই ভাগ হেরসি।।
বিলাপ নয়নে ভণে দুখী রাধা
ন চাহি রখিতে এ বৃথা প্রাণ।।
জারা ভণে উঠো অভি নন্দলালা
দেহ ফেক বদন স মোতির মালা।।
জনম দুখীয়ারি সন ভণ সু বচন
যএ তুঁহু করসি দেহ মন সমপন।।
মায়া বদন দেখত পিয়াস মিটাইবে
কানহা সন ফিরসি ও পিরিতি রচাইবে।।
অপরূপ শোভা দেখত সব সখীগন
হরি হরি বোলিস ধরতিমা লুটাইবে।।
শুনলো শুনলো সখীগন শান্তিময়ীর নাতন বচন
জয় রাধে জয় রাধে বোলি সমাপন।।
#ছবিঋণ Shilpi Sarkar Roy

No comments:
Post a Comment