Friday 24 July 2020

|| রোমিও~ পিনাকীরঞ্জন সামন্ত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ পিনাকীরঞ্জন সামন্ত
সুদেষ্ণা____

উত্তরের জানালা ছুঁয়ে যে মেয়েটি কবিতা লেখে তার নাম সুদেষ্ণা
সুদূর বীরভূম থেকে যে মেয়েটি কবিতা লেখে 
তার নাম সুদেষ্ণা
শান্তিনিকেতনের ছাতিম তলায় দাঁড়িয়ে যে মেয়েটি প্রতিদিন গান গায় তার নামও সুদেষ্ণা

এই সুদেষ্ণা 
                    আকাশ হতে চায়
                    মেঘ হতে চায়
                    বৃষ্টি হতে চায়
তবুও
এই সুদেষ্ণা নামটি এখানে প্রধান নয়
এই চায় - চায় - এই চাওয়ার উচচারণ টাই
এখানে প্রধান ।

আমি জানি
সুদেষ্ণা একদিন শ্রীকৃষ্ণের বাঁশি হতে পারে
রাধার শাড়ির আঁচল হতে পারে
বৃষ্টি হতে পারে এই সুদেষ্ণা
এই সুদেষ্ণা কবিতা হতে পারে একদিন ।।

3 comments: