Friday 24 July 2020

|| রোমিও~ হামিদুল ইসলাম ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ হামিদুল ইসলাম 
বদ্ধ খাঁচা___
                    
বদ্ধ ঘরের খাঁচায় 
ডানা ভাঙা মেঘ হৃদয়ে আকাশ 
রোমিওর হৃদয় জুড়ে তেপান্তরের মাঠ 
ভালোবাসা মনে গাঁথে বড়শির দীঘল টোপ   ।।

আটপৌরে বাতাসে হালকা চিকন নীলাকেশ 
পৃথিবী হারায় হৃদয়ের গভীরে 
গাছের শেকড়ে বিষ। রোমিও একটি গাছ 
প্রতিদিন পোঁতে বিষবৃক্ষ জুলিয়েটের হৃদয়   ।।

ণিজন্ত গণ্ডি পেরিয়ে যায় মন 
রোমিও ধরাছোঁয়ার বাইরে 
হৃদয়ে প্রেম বাসা বেঁধেছিলো একদিন 
বোঝে নি জুলিয়েট   ।।

পৃথিবীতে এখনো তাই 
হাজারো রোমিও জুলিয়েটের যাতায়াত    ।।

No comments:

Post a Comment