Friday, 24 July 2020

|| রোমিও~ গৌরীশঙ্কর সিংহ ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ গৌরীশঙ্কর  সিংহ
ইচ্ছেনদী____

জলের দেওয়াল তুলে নদীকে ডাকি
আগল শুধু তুমিই খোঁজ
আমি আগল তুলে রাখি

গাছ এলে ঘরে কোথায়  রাখি তাকে
ঠোঁটের কথা বুকে পুষে
জাপটে ধরি  শূন্যতাকে

যে রঙে নীল হয়েছে গভীর চোখের দৃষ্টি
ঝাঁক বেঁধেছে বালিহাঁস 
তাদের ডানায় এ জন্মের যত বৃষ্টি

আমার আগুনে ছাই নেই কোথাও
তবে কী পোড়ে রোজ
বাতাস আজ ভাটিয়ালি গান দাও

ও জল তুমি নাও ছায়ার নত ছাউনি 
নকশিকাটা নৌকো যত
স্রোত জন্মের নষ্ট আগমনী

আমি তুমি জল নিই ডুবে যাই জলেই
সব ভিজে গেলে
আকাশ হব হৃদয়ে বান ডাকলেই...

No comments:

Post a Comment