Friday, 24 July 2020

|| রোমিও~ রুদ্র কিংশুক ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ রুদ্র কিংশুক
কবিতা____

যে নেই তারই দিকে যায় সমস্ত অন্তঃকরণ, অনুবাদ কর্ম শেষ হলো হলো 
শূন্যতার ভেতরের যত রং তুলে  আবার শূন্যতার ভেতর বপন করা 
এই যে বাগানচর্চা, এই যে পাখিচর্চা, ভেতরে কোথাও কি কোন ইঙ্গিত আছে 
ভাবনার ঝড় ওঠে, ডাল ভেঙে পড়ে, একটা মর্মর আওয়াজ,
 লাফিয়ে পড়া আবার সবকিছু ভুলে গিয়ে অক্ষরের কাছে ফেরা 
জলের কাছে ফেরা শেকড়ের কাছে ফেরা 
কিন্তু ভেবে দেখো ফেরা ততটা সহজ নয়
 আসলে প্রতিমুহূর্তে রাস্তার জ্যামিতি বদলে যাচ্ছে প্রতিমুহূর্তে
 ভাবনার ভেতরের ভারকেন্দ্র বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে 
বজ্রপাতের আলোর তীব্রতা বদলে যাচ্ছে
 পায়ের কাছে যে দূর্বাঘাস মনের কাছে গন্ধরাজ ফুল ফুটে আছে
 তাদের কাছে শূন্যতার কি কোন কোন অর্থ হয়?

শূন্যতা একটা নির্মাণ, শূন্যতা আত্মজাত রঙের ভুবন

No comments:

Post a Comment