Friday, 24 July 2020

|| রোমিও~ শাহরিয়ার রুবাইয়াত ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ শাহরিয়ার রুবাইয়াত (বাংলাদেশ)
নিমজ্জন___


কিছু বিপন্ন মেঘ উড়ে আসে অপবাদের প্রহেলিকায়;
অনধিকারী আশ্লেষের রোদ্দুর মুছে দিতে।
জলের গায়ে শব্দহীন কলঙ্কের মত লেগে আছে স্তব্ধ অন্ধকার,
তদ্ভব শব্দের ধমনীতে অক্ষম বোধের কালান্তক বিসর্জনে।

নমিত প্রণয়ের প্রান্তে জেগে ওঠে ফেনিল মনস্তাপ,
ফেরারি প্রেমিকের কপোট নির্দয় বাগদানে
প্রতিশ্রুত ইথারের গোপন দীপ্তিহীন করোটিতে।

শরীরি সংকেতে যে সমুদ্র ছুটে চলে রক্তবাহিকায়
নোনা যন্ত্রণায় ধ্বনিত হয় হৃৎপিণ্ডের মর্মভেদী আর্তনাদ,
অবিরাম নিমজ্জিত হতে থাকে চলমান বিষাক্ত অন্ধকারে
তিলার্ধও উপশমিত হয় না শঙ্খধ্বনির অনঙ্গ প্রার্থণায়।

জন্মান্তরের সাথে উত্তমর্ণের দাসত্বে দ্বিধান্বিত পরমাত্মা।
কি আসে যায় মৃত্যু গন্ধের রঙ ধূসর কিংবা তামাটে!

ঋত্বিক ভবিতব্য সেটাই যা চাইবেন বেদুঈন ঈশ্বর।

4 comments:

  1. ভালো লিখেছেন। যুক্তবর্ণের শব্দ কবিতার প্রবাহকে থমকে দেয়.. আমি চেষ্টা করি সরল ভাবে লিখতে..

    ReplyDelete
    Replies
    1. 📌
      আপনার পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

      Delete
  2. ভিষণ ভাল লাগলো।

    ReplyDelete
  3. ধন্যবাদ সুহৃদ।

    ReplyDelete