|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রোমিও~ রয়েল পাল (বাংলাদেশ)
রোমিও~ রয়েল পাল (বাংলাদেশ)
ধূসর পান্ডুলিপি_____
তোমাকে যে ভালোবাসি তা বলার জন্য
তিনটি পথই কবিতায় নদী হয়ে গেছে
তোমাকে যে ভালোবাসি তা বলার জন্য
তিনটি পথই কবিতায় নদী হয়ে গেছে
স্কুলের ব্ল্যাকবোর্ড ।ঠিক ঈশানকোণে গাণিতিক সংকেত।
R+R।হেডস্যারের চোখের জালে ধরা পরা ইংরেজি অক্ষর।
একটা মাধ্যমিক অপরাধ কানধরে দাঁড়িয়ে থাকে খেলার মাঠে।
R+R।হেডস্যারের চোখের জালে ধরা পরা ইংরেজি অক্ষর।
একটা মাধ্যমিক অপরাধ কানধরে দাঁড়িয়ে থাকে খেলার মাঠে।
আরেকটি পথ জ্বলে যায় তোমার বাবার চোখের রাগে
একটা কবুতর।তার ঠোঁটে লাল গোলাপ।নীল খামে
কবুতর টুকরো টুকরো হয়ে নীল আলোয় ছাই হয়ে ওড়ে
একটা কবুতর।তার ঠোঁটে লাল গোলাপ।নীল খামে
কবুতর টুকরো টুকরো হয়ে নীল আলোয় ছাই হয়ে ওড়ে
তৃতীয় পদক্ষেপটি ;
আট বছর ধরে লেখা অসমাপ্ত চিঠি
সেই আহত ডানার বেদনার গল্প-
ধূসর পান্ডুলিপি
যার উৎসর্গ পত্রে-
R+R
আট বছর ধরে লেখা অসমাপ্ত চিঠি
সেই আহত ডানার বেদনার গল্প-
ধূসর পান্ডুলিপি
যার উৎসর্গ পত্রে-
R+R
No comments:
Post a Comment