Friday, 24 July 2020

|| রোমিও~ বর্ণজিৎ বর্মন ||

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||












রোমিও~ বর্ণজিৎ বর্মন
কিডনি বিক্রির স্বস্তি____

এখন প্রশ্নের মিডএকবিংশে  বলছি -যাক বাবা,
 গামছাটা মাইক্রো বাজারে  কিনতে , পৌঁছালাম অবশেষে 
সঙ্গে চাল তেল-বাটিপোস্ত,আর নুন 

এখন কয়েক দিন 
কেউ বলতে পারবে না লজ্জাহীন পূর্ণিমা  
সূর্যাস্তের শেষ দ্রাঘিমায় শেয়াল ডাকবে না চৌকাঠ দুয়ারে ।

ভবিষ্যতের পথে
বাপ-বেটিতে তুলসিতলায় ভাত রেঁধে অন্ত্যোদয় সীমানাভুক্ত ভাত খাবো ,

নিশ্চত ভাত ঘুম ভুখামুখের স্বস্তি-আদল 

স্বস্তিকা -তুমি শুনছো ?
গামছাটা পূর্ণিমার নিরক্ষর দুয়ারে ,পৃথিবী ঢাকবে ক্ষুধা ___

7 বছরের কৃষ্ণা  শিশুর অভুক্ত লজ্জায় ফলহীন গাছ---

 কাউন্সিলরের দুঃশাসণপনা কুলিদের লাইসেন্স বাঁধা নিয়েছে ——

তবুও সন্তানদের অভুক্ত রাখিনি স্বস্তিকা তুমি শুনছো ?

No comments:

Post a Comment