|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
আমিনুল ইসলাম____
আমিনুল ইসলাম____
ফুলের রূপ ও যৌবনে ঝালমুড়ির জীভ
হিমোগ্লোবিনের তৃষ্ণা
মিটিয়ে ফেলতে চেয়েছিলাম!
মিটিয়ে ফেলতে চেয়েছিলাম!
শ্রমজীবী চায়ের কাপে প্রবল ঝড় উঠছে...
থামিয়ে দেওয়া আঙুলে আজ ভীষণ অভিসন্ধি!
সহসা গা ঝাড়া দিয়ে উঠছে পথ কুকুর...
থামিয়ে দেওয়া আঙুলে আজ ভীষণ অভিসন্ধি!
সহসা গা ঝাড়া দিয়ে উঠছে পথ কুকুর...
কিংশুক খুবই প্রিয়...
অথচ গন্ধহীন ঘ্রাণেন্দ্রিয় জানে
বোনম্যারোর নিভিয়ে আসা বাঁশির সুর!
অথচ গন্ধহীন ঘ্রাণেন্দ্রিয় জানে
বোনম্যারোর নিভিয়ে আসা বাঁশির সুর!
চকমকি ঠুকে আনি আধপোড়া বিড়ি-
একটা সুখটান কানপাতে বুকের উপর...
একটা সুখটান কানপাতে বুকের উপর...
জোনাকির ঠোঁট অন্ধকার আগলে ধরে!!
ধমনীর উনুনে হাত-পা সেঁকে নিলেই
একটানা অনেকক্ষণ উড়েতে থাকা যায়...
ধমনীর উনুনে হাত-পা সেঁকে নিলেই
একটানা অনেকক্ষণ উড়েতে থাকা যায়...
চিত্রসম্ভারের অগুছালো ধারাভাষ
আঁচের ভেতর হাঁটে ছেচল্লিশ বার
ছুঁয়ে আসা হলুদ বর্ণান্ধতা।
অথচ
হীনমন্যতার চেয়ে মনহীন শ্রেয়...
ছুঁয়ে আসা হলুদ বর্ণান্ধতা।
অথচ
হীনমন্যতার চেয়ে মনহীন শ্রেয়...
অভিধান থেকে অভিনয়ে পৌঁছে যতটুকু হাঁটা
ততদুর
সম্ভাবনাময় চরিত্রটি ফুটিয়ে তোলা!
ছোঁয়াচ লিপস্টিকে
গোপন টিয়া'র দুপুর ফিকে হয়ে আসে।
জ্যোতির্ময় অন্ধকার ঘনিয়ে এলে-
ছুঁচ ও সুতোর বর্ণমালায়
সাজিয়ে তোলে ঈশ্বরকণা।
ততদুর
সম্ভাবনাময় চরিত্রটি ফুটিয়ে তোলা!
ছোঁয়াচ লিপস্টিকে
গোপন টিয়া'র দুপুর ফিকে হয়ে আসে।
জ্যোতির্ময় অন্ধকার ঘনিয়ে এলে-
ছুঁচ ও সুতোর বর্ণমালায়
সাজিয়ে তোলে ঈশ্বরকণা।
গাধা ও ঘোড়ার অবস্থানে
গড়ে তোলা
দূরত্বে চিলের ঠোঁট!
গড়ে তোলা
নদীমাতৃক চুলের লিংকে-
হারিয়ে যায় দূষণ!
শব্দের আর্কিটেক্টে তীব্র যানজট
অথচ চাকা হয়ে ওঠার প্রাককালে-
মোমের মিউজিয়ামে উঠে দাড়ায়
প্রতিটি ভাস্কর্য!
ভেতরে কিছু
অবাক মনোরঞ্জন গোপন থাকে।
আলোর ঈশানকোনেও ঠিক
তেমনি টুকরো অন্ধকার!
শিল্পির তুলিতে এড়িয়ে যায় জল!
যেখানে খাবি খাওয়া মাছ জানে
জীবনের জরিমানা!
অথচ চাকা হয়ে ওঠার প্রাককালে-
মোমের মিউজিয়ামে উঠে দাড়ায়
ভেতরে কিছু
অবাক মনোরঞ্জন গোপন থাকে।
আলোর ঈশানকোনেও ঠিক
তেমনি টুকরো অন্ধকার!
শিল্পির তুলিতে এড়িয়ে যায় জল!
যেখানে খাবি খাওয়া মাছ জানে
এসবের বাইরেও অবিমিশ্র ভালোবাসা
দানা বাঁধে বরফের জলকণাদের ডানায়...
সমুদ্র-
তবুও এযাবৎ সাজিয়ে রেখেছে
বুকের উপর ঢেউয়ের সরিসৃপ।
দানা বাঁধে বরফের জলকণাদের ডানায়...
সমুদ্র-
তবুও এযাবৎ সাজিয়ে রেখেছে
বুকের উপর ঢেউয়ের সরিসৃপ।
পরিযায়ী আচারসংহিতা
অক্ষরে সব অনুভূতি সচল ...
জড়ের ভেতর ডুবে যাচ্ছিল
আপেক্ষিক জীবন!
কর্তব্যপরায়ণ প্যারাসিটিমল জানে-
রুদ্ধতার একনিষ্ঠ উষ্ণায়ন।
জড়ের ভেতর ডুবে যাচ্ছিল
আপেক্ষিক জীবন!
কর্তব্যপরায়ণ প্যারাসিটিমল জানে-
রুদ্ধতার একনিষ্ঠ উষ্ণায়ন।
আপাদমস্তক ঢেকে রাখা কফিনে
শুয়ে থাকা শরীর
আর
অনুভূতিরা মুঠোফোনে
ভাসিয়ে দিয়েছিল দীর্ঘশ্বাস!
শুয়ে থাকা শরীর
অনুভূতিরা মুঠোফোনে
ভাসিয়ে দিয়েছিল দীর্ঘশ্বাস!
কারাগার শব্দেই ব্যাথা বাড়ছে...
চুপিসারে কঁকিয়ে উঠছিল
কংক্রিটের কন্ঠস্বর।
অবনমিত ইচ্ছের ডানায় সহিষ্ণুতা-
মেখেছিল গাঙচিল!
চুপিসারে কঁকিয়ে উঠছিল
কংক্রিটের কন্ঠস্বর।
অবনমিত ইচ্ছের ডানায় সহিষ্ণুতা-
মেখেছিল গাঙচিল!
সিটবেল্টে আটক সব দৈন্যতা ও
তৎসহ পরিযায়ী মানুষের ঘরে
ফেরার তাগিদ...
তৎসহ পরিযায়ী মানুষের ঘরে
এখন-
স্টেরয়েড ভুলতে শিখছে
সমূহ রঙের অভিযোগ!!
স্টেরয়েড ভুলতে শিখছে
সমূহ রঙের অভিযোগ!!
প্যারাথাইরয়েড খাঁচার পাখি...
অবনমিত মাথা- পতাকা নয়,
পাঁজরের কালসিটে ব্যাথার আউটডোর...
পাঁজরের কালসিটে ব্যাথার আউটডোর...
অহেতুক- লজ্জাবতীর পাতায়
ছড়িয়েছে হৃদস্পন্দন!
গোড়ালীর ক্ষতে ফুটেছিল সাদা ফুল!
ছড়িয়েছে হৃদস্পন্দন!
গোড়ালীর ক্ষতে ফুটেছিল সাদা ফুল!
অযাচিত হস্তক্ষেপের পূর্বেই
কাঁচা ঘুমের তরল ফেটে জানালার আর্তনাদ!
কাঁচা ঘুমের তরল ফেটে জানালার আর্তনাদ!
দাউদাউ!
জনমানসে-
পাগল মধ্যমার দেশপ্রেম!
জনমানসে-
পাগল মধ্যমার দেশপ্রেম!
বীতশ্রদ্ধ সন্ত্রাসের রিং ফিঙ্গার থেকেই
উড়তে শিখছে
কিছু কাকের জন্মদিন!
উড়তে শিখছে
মৃত্যু!
বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতাসীন!
অবদমিত ঘড়িগুলো ওড়াতে
হাওয়া প্রকল্প নেই!
বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতাসীন!
অবদমিত ঘড়িগুলো ওড়াতে
হাওয়া প্রকল্প নেই!
ক্রমিক ভায়োলিনের চোখ - তুলে নিচ্ছিল
ক্ষুধার্থ ডিএসএলআর!
ক্ষুধার্থ ডিএসএলআর!
দুপাট্টা দাঁতের খিলে
জীবন থমকে গেলেই
কোলগেট হাঁসির ফাঁকে
কতো মাছ!
ফাঁসি জালের রুপকথায় তর্জনীর পক্ষপাতদুষ্ট
ভারসাম্য!
জীবন থমকে গেলেই
কোলগেট হাঁসির ফাঁকে
ফাঁসি জালের রুপকথায় তর্জনীর পক্ষপাতদুষ্ট
ভারসাম্য!
...লাউডস্পিকে গোলাপের মনখারাপ!
এসব নিত্য প্রয়োজনীয় ঝড়ের উত্তাপে
ভিজে যাচ্ছিল প্রতিটি প্রেজেন্ট কন্টিনিউয়াস।
ভিজে যাচ্ছিল প্রতিটি প্রেজেন্ট কন্টিনিউয়াস।
দৈনিক রাশিফলের গ্যালারিতে প্রস্তুত ছিল -
কিছু পাস্ট পার্টিসিপেশনের পারসেপশান।
কিছু পাস্ট পার্টিসিপেশনের পারসেপশান।
সর্বপরি! সময়ের ইশারায় কিছু মিউটেশন
শিথিল হয়ে যাচ্ছিল...
শিথিল হয়ে যাচ্ছিল...
প্রগ্রেসিভ লে-আউট
রক্তের মতোই লবন!
বিবর্ণ ইতিহাস
মোরামের সাপ
মোরামের সাপ
লাল অনেকটা
ফিকে হলে গোলাপী !
ফিকে হলে গোলাপী !
একেকটা দিন
অনেকগুলো পালক,
আড়াল আঁকে মেঘ।
অনেকগুলো পালক,
আড়াল আঁকে মেঘ।
নদীর গতর খাটিয়ে
বিছানায় ঘাম;
বিছানায় ঘাম;
সানায়ে সবুজ রক্তলাভা।
নীল ধূতুরায় প্রজাপতি
উড়ে যাওয়ার সময়
সহসা বারান্দায় ঝুল...
উড়ে যাওয়ার সময়
সহসা বারান্দায় ঝুল...
হালকা আকাশ।
ওড়ার সময়...
আরো কিছুক্ষন ম্যাজেন্টা
শাসনে সেলুলয়েড!
ওড়ার সময়...
আরো কিছুক্ষন ম্যাজেন্টা
শাসনে সেলুলয়েড!
বিচিত্র তাসে
এক টেক্কা;
বাকি সব টিকে থাকার
কৌশলে
গোলাম!
এক টেক্কা;
বাকি সব টিকে থাকার
কৌশলে
গোলাম!
No comments:
Post a Comment