|| মল্ল সাহিত্য ই-পত্রিকা | | ২-য় বর্ষ ||
রাখী সরদার
তোমার তিল ছুঁয়ে বলছি_____
এই ব্যথিত আঙুলে কতদিন
স্রোত ধরা থাকে এ বিষয়ে জানা নেই।
প্রেম কী নদীর মিথ্যে !
এই ,তোমার তিল ছুঁয়ে বলছি
প্রতি স্পন্দনের নীচে, রূপসী মীনের
লেজ ঝাপটানো অবধি আমি
তুমুল গুনগুন।
ভাঙাচোরা নৌকা হবোনা।
No comments:
Post a Comment