Wednesday, 1 January 2020

শ্যামল অধিকারী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৫-তম প্রয়াস







হাতে নাও ত্রিশূল   শ্যামল অধিকারী

সূর্যের উদয় হয়েছে সমাজ জাগো,
গোলা বারুদে নৈরাজ্যময় পৃথিবী।
যন্ত্রের বিভীষিকা এনেছে দৈন্যতা,
ভষ্ম হয়েছে মনের রাজ্য।
থর মরুভূমি হয়েছে ফুল থেকে ফসল।
প্রেমের শিউলি ফুলে লেগেছে বারুদের গন্ধ।
শিউলি ফুলের সুবাস চিরে-চিরে ধ্বনিত হয় কান্না।
পুরো সমাজটা যেন চন্দ্র গ্রহনের নাভিশ্বাস;
সব ধ্বংস ! সব শেষ !
স্বপ্নের সমাজে ডেনড্রাইট্রিক গ্যাসের মাদকতা,
স্বপ্নের সমাজে কালবৈশাখী ঝড় আনে।
স্বপ্নের সমাজ হয় হ-য-ব-র-ল,
সমাজ বাঁচাতে; শিউলি ফুলের প্রেম বাঁচাতে;
সবাই এসো হাতে নাও ত্রিশূল।

No comments:

Post a Comment