Tuesday 12 October 2021

শারদীয় সংখ্যা ~কবিতায় পার্থ সারথি চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শারদীয় সংখ্যা|| কবিতায় পার্থ সারথি চক্রবর্তী


জীবনের সলতে

জীবনের সলতে পাকাতে পাকাতে একটা ঘোর লেগে যায়।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরতে থাকে সময়কে।
আপাদমস্তক বিসর্জন চায় - অথবা সমর্পণ।
নাহলে পালিয়ে যাবার লক্ষ্যে সন্তরণ।
কত নদীর পাড় তো নীরবে নদীর সাথে মিশে যায়।
কত ফুল রং হারিয়ে, চমক হারিয়ে ধূসরতায় বিলীন হয়ে যায়।
অনুচ্চারিত শব্দের প্রাবল্যের মাত্রা সহ্যসীমা ছাড়িয়ে যায়।
তবু সন্ধ্যাপ্রদীপ টিমটিম করে জ্বলেই যায়।
সলতে পাকাতে পাকাতে জীবনের আয়ু গেঁথে এক অভূতপূর্ব মালা তৈরি হয়।
মুহূর্তরা সম্পর্কের হাত ধরে চলে যায়- জীবনের সংকীর্তন গাইতে গাইতে।


No comments:

Post a Comment