কতটা পথ হেঁটেছো
সারা বাড়িতে আমি
নিজস্ব একটা জানালা খুঁজে পাচ্ছি না
একান্ত নিজের এটা ভাবতেই
ও দূরে সরে গেল নিঃশব্দে অবহেলায়।
যদিও নীল আকাশের ছবি সামনে এলো
আমি শূন্যতার সাথে কথা বলতে লাগলাম।
ঠিক তখনই স্বচ্ছ পর্দা নড়ে উঠতেই
ওর শরীরে রামধনু ভেসে উঠল
সমস্ত ফেলে আসা রাস্তারা সারি সারি
দাঁড়িয়ে কিছু ছবির কোলাজ ভাসিয়ে দিল
আমি সাঁতার কাটছি সে সব রাস্তায়
ঠিক আগের মতো দম নেই,
কে যেন বলে উঠলো এখন চিৎ সাঁতার
কেটে ভেসে থাকার দিন নিজের ছায়া কে
দেখে, মেপে নেওয়া কতটা পথ হেঁটেছো।
No comments:
Post a Comment