অ্যাকুয়ারিয়াম
অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে প্রতিদিন দানা
খেতে দিই। জলের নীচে খেলতে থাকা
মাছগুলো কেমন করে যেন বুঝতে পারে!
ওরা ভেসে ওঠে , একটা দানা মুখে নিয়েই
তলিয়ে যায়!
আমি বসে এইসব দেখতে দেখতে কখন
যেন ওদের মতই ঢুকে যাই অন্ধকার সুরঙ্গ বেয়ে,
গিয়ে বসি তিরতির করে বয়ে যাওয়া নদীটির পাশে
যেখানে আদিম এক নৌকো আজও নোঙর
ফেলে আছে , যার ছিঁড়ে গেছে পাল খসে
পড়েছে পাটাতন ,অথচ তার গলুই ছুঁয়ে বাঁচে
মাছরাঙা পাখিটি !
অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে প্রতিদিন দানা
খেতে দিই। জলের নীচে খেলতে থাকা
মাছগুলো কেমন করে যেন বুঝতে পারে!
ওরা ভেসে ওঠে , একটা দানা মুখে নিয়েই
তলিয়ে যায়!
আমি বসে এইসব দেখতে দেখতে কখন
যেন ওদের মতই ঢুকে যাই অন্ধকার সুরঙ্গ বেয়ে,
গিয়ে বসি তিরতির করে বয়ে যাওয়া নদীটির পাশে
যেখানে আদিম এক নৌকো আজও নোঙর
ফেলে আছে , যার ছিঁড়ে গেছে পাল খসে
পড়েছে পাটাতন ,অথচ তার গলুই ছুঁয়ে বাঁচে
মাছরাঙা পাখিটি !
No comments:
Post a Comment